
অনলাইন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও তার সরব বিচরণ। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। জন্মদিনের রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি নিয়ে ভক্তদের মাঝে হাজির হলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার দুপুরের দিকে সামাজিক মাধ্যমে এক ডজন ছবি প্রকাশ করেন এই নায়িকা। তার এই লাবণ্য ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা। ছবিগুলোতে মিমকে দেখা যায় ক্লাসিক ও আভিজাত্যের এক অনন্য মিশ্রণে। তার পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের একটি স্লিভলেস, ফ্লোর-টাচ পোশাক, যা তাকে করে তোলে আকর্ষণীয়। পোশাকটির সঙ্গে কোমরে থাকা সরু কালো বেল্ট আলাদা মাত্রা যোগ করে। এছাড়াও খোলা চুলে ছিল ভিনটেজ ঢেউ, যা তার সাজকে দিয়েছে ‘ওল্ড হলিউড’...
Developed by BDITHOST