নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:১০। ৩ আগস্ট, ২০২৫।

মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড পেলেন রুয়েটের নবীন শিক্ষার্থীরা

আগস্ট ২, ২০২৫ ৮:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪ সিরিজের নবীন শিক্ষার্থীদের মাঝে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে শিক্ষার্থীদের হাতে এ কার্ড তুলে দেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

আরও পড়ুনঃ  রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলম।

রুয়েটের ১৪টি বিভাগে ২০২৪ সিরিজের এক হাজার ২৩৫ জন নবীন শিক্ষার্থীর মধ্যে পর্যায়ক্রমে এই কার্ড বিতরণ করা হচ্ছে। কার্ডটি ব্যবহার করে শিক্ষার্থীরা রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরির প্রায় ৪০ হাজার বই সহজেই সংগ্রহ ও ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ  ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীদের হাতে কার্ড তুলে দেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।