
অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এগিয়ে যাচ্ছে। হু হু করে এ এগিয়ে যাওয়াটা মূলত বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায়। একদিকে ক্রীড়া সরঞ্জাম থেকে শুরু করে টিকিট বিক্রি, অন্যদিকে ম্যাচের পর ম্যাচে মেসির গোল। সবমিলিয়ে ফুলেফেঁপে ওঠেছে এমএলএস, আর ক্লাব ইন্টার মায়ামি। আগামী রোববার (৬ আগস্ট) টয়োটা স্টেডিয়ামে লিগস কাপে শেষ ষোলোর ম্যাচে ডালাসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটির জন্য টিকিট ছাড়ার মাত্র ১৮ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এখন পর্যন্ত মায়ামির জার্সিতে ৩ ম্যাচ খেলেছেন মেসি। আর সব ম্যাচেই গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন সেনসেশন। ক্লাবের মাটিতে ৩ ম্যাচে মেসির গোলসংখ্যা ৫। জোড়া গোল করেছেন দুই ম্যাচে। এছাড়া একটি গোলে অ্যাসিস্টও করেছেন। মেসির এমন পারফরম্যান্স দেখে...
Developed by BDITHOST