
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে একে একে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। এর নেপথ্যে মূল প্রভাবক হিসেবে কে ছিলেন তা বলাই বাহুল্য। সেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে রেখেই এখন বিদায়ের পথে বুসকেটস-আলবা। সুয়ারেজের ভবিষ্যৎ–ও অনিশ্চিত। ফলে মেসি মায়ামিতে কতদিন থাকবেন সেই শঙ্কা ছিল, সেটি ছাপিয়ে তিনি আরও ৩ বছরের জন্য চুক্তি সেরেছেন। ইন্টার মায়ামিতে ২০২৮ সাল পর্যন্ত থাকবেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা ফরোয়ার্ড। এমএলএসের ২০২৫ মৌসুম শেষেই তার সঙ্গে ফ্লোরিডার ক্লাবটির চুক্তির মেয়াদ ফুরোনোর কথা ছিল। তাই মায়ামি বেশ আগে থেকেই মেয়াদ বৃদ্ধির জন্য তোড়জোড় শুরু করে। অবশেষে গতকাল মেসি মায়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে স্বাক্ষর করলেন নতুন চুক্তিপত্রে। এরপরই একটি ভিডিও সংযুক্ত করে মায়ামির পক্ষ থেকে...
Developed by BDITHOST