মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে আইরিন খাবার হোটেল নামে একটি হোটেলকে জরিমানা করা হয়েছে। হোটেলটির মালিক মহেদুর রহমান টিপু।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মোহনপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়েদা সুলতানা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে হোটেলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে রান্না ও খাবার সংরক্ষণের স্থানে চরম অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি পঁচা আলু সংরক্ষণ ও ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।
এ সময় সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের আওতায় হোটেল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
মোহনপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অবৈধ ও অস্বাস্থ্যকর খাদ্য ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
