নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:১৯। ১৩ জানুয়ারি, ২০২৬।

মোহনপুরে আইরিন খাবার হোটেলে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা আলু রাখার দায়ে জরিমানা

জানুয়ারি ১০, ২০২৬ ১০:২৬
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে আইরিন খাবার হোটেল নামে একটি হোটেলকে জরিমানা করা হয়েছে। হোটেলটির মালিক মহেদুর রহমান টিপু।

আরও পড়ুনঃ  আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচন: আব্দুল আউয়াল সভাপতি, ডালিম সাধারণ সম্পাদক

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মোহনপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়েদা সুলতানা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে হোটেলটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে রান্না ও খাবার সংরক্ষণের স্থানে চরম অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি পঁচা আলু সংরক্ষণ ও ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

এ সময় সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের আওতায় হোটেল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ভোট নিয়ে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

মোহনপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অবৈধ ও অস্বাস্থ্যকর খাদ্য ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।