স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ্ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমানসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আজকের শিক্ষকরাই আগামী প্রজন্মকে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে...
Developed by BDITHOST