
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার রাজ কোল্ড স্টোরেজের সিন্ধুকের তালা ভেঙ্গে ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা চুরির চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। এই কোল্ড স্টোরেজটির মালিক রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। গ্রেপ্তার আসামিরা হলেন, মো: আ: জালাল শেখ (৫৯), কাদের শেখ (২৮), মো: কামরুল ইসলাম (৪০), মো: ইকতিয়ার বিশ্বাস(৪২), জাকির গাজী(৫৬), জালাল বাগেরহাট জেলার সদর থানার পাতিলাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কাদের শেখ একই এলাকার আ: কামাল শেখের ছেলে। এছাড়া কামরুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার ধুলিরগাতির মৃত মতলেবের ছেলে , ইকতিয়ার বিশ্বাস কোতয়ালী থানার হামিদপুরের মৃত মোকছেদ আলী বিশ্বাসের ছেলে। জাকির গাজী নড়াইল জেলার লোহগড়া থানার কুন্দুসি গ্রামের মৃত ধলা...
Developed by BDITHOST