
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ থেকে এ বছরও কোরবানির পশু কম খরচে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেছে রেলওয়ে। তবে এবার আলাদাভাবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না করে ম্যাংগো স্পেশাল ট্রেনের আলাদা ওয়াগনে পরিবহন করা হচ্ছে কোরবানির পশু। শনিবার সন্ধ্যায় ট্রেনে কোরবানির পশু পরিবহন শুরু করা হয়। প্রথম দিন দুটি ওয়াগনে ৪০টি গরু ও ৬টি ছাগল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে যায় ট্রেনটি। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল ওদুদ। টানা তিনদিন অর্থাৎ ২৬ জুন পর্যন্ত এ সুবিধা চালু রাখবে বিশেষায়িত ট্রেনটি। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জোনের বিভাগীয় (পাকশী) ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৃতীয়বারের মতো খামারি-ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ঢাকা রুটে এক জোড়া ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। ট্রেনটি বিকেল ৪টায়...
Developed by BDITHOST