
স্টাফ রিপোর্টার: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, এমপি একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৮ জুন) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসবেন। তিনি বিমানযোগে সকাল পৌনে নয়টায় রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশ্যে রওয়ানা হবেন। এদিন রেলমন্ত্রী বেলা এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে উত্তরবঙ্গের বহুল উৎপাদিত আম পরিবহনের লক্ষ্যে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন এর উদ্বোধন করবেন। এদিনই মন্ত্রী সন্ধ্যা ছয়টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যাবেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি। পথে আরও কয়েকটি স্টেশনে থেমে আম নিয়ে রাত ১টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।’ এর আগে শুক্রবার (২ জুন) ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে...
Developed by BDITHOST