অনলাইন ডেস্ক : অনিচ্ছা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামার কথা আগেই জানিয়েছিল নরওয়ে ফুটবল ফেডারেশন। এমনকি এই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত আয় তারা ফিলিস্তিনের মানবিক খাতে অনুদানেরও ঘোষণা দিয়েছিল। ম্যাচজুড়েও দর্শকদের মাঝে ছিল প্রতিবাদী আবহ। তারই মাঝে রেকর্ডরাঙা হ্যাটট্রিক করেছেন নরওয়ের পোস্টারবয় আর্লিং হালান্ড। যার সুবাদে ইসরায়েল ৫-০ ব্যবধানে উড়ে গেছে। ঘরের মাঠ অসলোর উলেভাল স্টেডিয়ামে ইসরায়েলকে আতিথ্য দিতে নেমে দাপুটে পারফর্ম করেছে নরওয়ে। ৫৫ শতাংশ বলের দখল রেখে তারা ১৬টি শট নেয়, যার ৫টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৪টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে ইসরায়েল। যদিও তারা কোনো গোল পায়নি। স্বাগতিক নরওয়ের পক্ষে হালান্ড হ্যাটট্রিক করেছেন, বাকি দুটি গোল এসেছে ইসরায়েলি ফুটবলারদের আত্মঘাতি অবদানে। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলের লিড পেয়েছিল নরওয়ে। যার শুরু ও শেষটা ইসরায়েলের...
Developed by BDITHOST