নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১২:৫২। ১৪ আগস্ট, ২০২৫।

ম্রুণালের চরম আপত্তিকর মন্তব্যের জবাব দিলেন বিপাশা

আগস্ট ১৩, ২০২৫ ১০:১৫
Link Copied!

অনলাইন ডেস্ক : গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও।

যেখানে ম্রুণালকে শোনা যায় বলতে—“তুমি কি এমন মেয়েকে বিয়ে করবে, যার মধ্যে পৌরুষত্ব বেশি রয়েছে, যার শরীর সাজানো থরে থরে মাংসপেশিতে? তাহলে গিয়ে বিয়ে করো বিপাশাকে। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো! ঠিক আছে?”

বুধবার (১৩ আগস্ট) বিপাশা বসু নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করলেন এক রহস্যময় পোস্ট—যেটা অনেকেরই মতে সরাসরি জবাব না হলেও তা হচ্ছে ম্রুণালের মন্তব্যের বিরুদ্ধে স্পষ্ট ও পাল্টা জবাব।

আরও পড়ুনঃ  সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা

বিপাশার স্টোরিতে লেখা ছিল—“শক্তিশালী নারীরা একে অন্যের হাত ধরে উন্নতিসাধন করে।”

শুধু তাই নয়, ক্যাপশনে তিনি আরও যোগ করলেন—“সুন্দরী মহিলারা, পেশি গড়ো। আমাদের শক্তিশালী হওয়া উচিত। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সুগঠিত পেশি থাকা অত্যন্ত জরুরি! তাই এই পুরনো ধারণা ভেঙে দাও যে, মেয়েরা শক্তিশালী বা অ্যাথলেটিক দেখাবে না।”

আরও পড়ুনঃ  দেশের মানুষ পিআর পদ্ধতি জানে না: ডা. জাহিদ

যদিও বিপাশা কোথাও ম্রুণালের নাম উল্লেখ করেননি, স্টোরির শেষে লিখলেন—“নিজেকে ভালোবাসুন। ”

কাজের দিক থেকে, সম্প্রতি ম্রুণালকে দেখা গেছে ‘সান অফ সর্দার ২’-এ। অজয় দেবগনের এই কমেডি ছবি মুক্তি পায় গত ১ আগস্ট। তবে বক্স অফিসে ছবিটি সাড়া ফেলতে পারেনি।

সামনে রয়েছে ‘ডাকুইট: আ লাভ স্টোরি’ এবং ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, যেখানে আছেন বরুণ ধওয়ান ও পূজা হেগড়ে।

আরও পড়ুনঃ  পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার

অন্যদিকে, বিপাশাকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতে। তারপর থেকে অভিনয়ে বিরতি নিয়ে তিনি মন দিয়েছেন পরিবার ও মাতৃত্বে। ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে, আর ২০২২-এ জন্ম নিয়েছে তাদের কন্যা দেবী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।