
ইলিয়াস কাঞ্চন : সারা পৃথিবীতে এখন গতি নিয়ে কথা হচ্ছে। জাতিসংঘ একটি সপ্তাহ পালন করেছে সেখানে তাদের স্লোগান ছিলো Kill Speed, Not Lives' মানে হচ্ছে গতিকে মারো কিন্তু মানুষকে নয়। গতি খুবই বিপজ্জনক। আমরা গুলি বা রিভালভরের গুলির কথা বলি- এই গুলিটা কিন্তু অনেক ছোটো। এটা যদি আস্তে করে কারও গায়ে ছুঁড়ে মারেন তাতে কেউ কিন্তু আহত হবে না বা মারাও যাবেনা। অথচ ঐ ছোটো গুলির জন্যই কিন্তু মানুষ মারা যায়। কেন মারা যায়? কারণ হলো গতির কারণে। রিভালভারের থেকে যখন গুলিটি বের হয় তখন এর গতি থাকে প্রচন্ড বেশী এ কারণে কিন্তু এই ছোটো গুলিটির কারণে মানুষ আহত হয় বা মারা যায়। এরপর দেখা যায় ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতি যখন ১০০/১৫০/২০০ কিলোমিটার অতিক্রম করে তখন আবহাওয়া অফিস মহাবিপদ সংকেত...
Developed by BDITHOST