
বিনোদন ডেস্ক : ‘বিগ বস’ রিয়্যালিটির শোয়ের মাধ্যমে বলিপাড়ায় পরিচিতি তাঁর। তার পরে একের পর এক রিয়্যালিটি শো, বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সানি লিওন। বলিউডে অন্যতম চর্চিত ব্যক্তিত্ব তিনি। তাঁর পেশাগত জীবনের থেকে বেশি চর্চা তাঁর অতীত জীবন নিয়ে। পেশাদার জীবনের অনেকটা সময় প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে কাটিয়েছেন সানি লিওন। জন্মসূত্রে কানাডার শিখ পরিবারের সন্তান তিনি, নাম ছিল করণজিৎ কৌর। সে মেয়েই বড় হয়ে পা রাখেন প্রাপ্তবয়স্কদের বিনোদনের দুনিয়ায়। তার পরে বলিউডের স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা রাখেন সানি। ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তার পরে অভিনয় করেছেন একাধিক বলিউড ছবিতেও। তবে যশরাজ ফিল্মস বা ধর্ম প্রোডাকশন্সের মতো বলিউডের তাবড় প্রযোজনা সংস্থার সঙ্গে এখনও কাজ করা হয়ে ওঠেনি সানির। অথচ...
Developed by BDITHOST