নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:৩৬। ৬ নভেম্বর, ২০২৫।

যশোরের ঝিকরগাছায় ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের দম্পতি আটক

নভেম্বর ৬, ২০২৫ ৭:৩৭
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারে এক দম্পতিকে আটক করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ের প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসেছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন।

আটকরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মোহাম্মদ আলমগীর (৩০) এবং তার স্ত্রী ময়না পাখি (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার ও স্বামী-স্ত্রীকে আটক করে। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে এসেছে। তাদের বিরম্নদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে।

ঘটনার পর আটক স্বামী-স্ত্রীর বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।