নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১১:৪১। ৩০ আগস্ট, ২০২৫।

যশোরের শার্শায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

আগস্ট ৩০, ২০২৫ ৩:৩৯
Link Copied!

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: গ্রামীণ এলাকার অবহেলিত শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে যশোরের শার্শা উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার২৯ আগস্ট বিকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  গোটা জাতি এখন নির্বাচনমুখী : বিভাগীয় কমিশনার

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীপক কুমার শাহ্, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপু কুমার সাহা এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত ওআইসি’র

বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা এবং ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে।

আরও পড়ুনঃ  মোদি ভয়ংকর, আমার ফোনেই থেমেছে ভারত-পাকিস্তান সংঘাত : ট্রাম্প

সাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। তারা জানান, দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে তাদের কষ্ট হতো। এখন সাইকেল পেয়ে সময় ও শ্রম দুই-ই বাঁচবে। অভিভাবকেরাও সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।