নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৮:৫৭। ২৫ অক্টোবর, ২০২৫।

যশোরের শার্শায় স্বরূপদহ বাজারে বিএনপির উঠান বৈঠক

অক্টোবর ২৫, ২০২৫ ৬:১৭
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার ২৫ অক্টোবর সন্ধ্যায় যশোরের শার্শায় স্বরূপদহ বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এর আগে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের নিকট পৌঁছে দিতে স্বরূপদহ বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

উঠান বৈঠকে অতি সম্প্রতি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করা হয়, যা স্বরূপদহ ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত হয়। সাক্ষাৎকার প্রদর্শনের পর মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শার্শা থানা বিএনপি আজ ঐক্যবদ্ধ।

আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী বিএনপি অতীতেও ঐক্যবদ্ধ ছিল, আর সেই কারণেই আমরা আজ রাষ্ট্রক্ষমতা পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমেই সেই লক্ষ্য পূরণ হবে।”

এসময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু এবং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।