নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৮:০৬। ১৩ সেপ্টেম্বর, ২০২৫।

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪

সেপ্টেম্বর ১২, ২০২৫ ১১:২৫
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চলাকালীন দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে গোগা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কিছু নারী-পুরুষ পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করবে। এ খবরের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন।

আরও পড়ুনঃ  ছাত্রীদের শ্লীলতাহানি, স্কুল গিয়ে অভিভাবকদের বিক্ষোভ

আটককৃতরা হলেন, যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লরে ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) ও পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে ট্রাকচাপায় অটোভ্যান চালকের মৃত্যু

আটকের সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বিজিবি তাদের পাচারকারীকে ধরতে পারেনি।

আরও পড়ুনঃ  বাগমারার ভবানীগঞ্জে চালু হলো ইসলামিয়া চক্ষু হাসপাতাল

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।