মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধাক্কা খেলেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তার মনোনয়নপত্র বাতিলসহ যশোরের দুই সংসদীয় আসনে মোট ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এই সিদ্ধান্ত দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে ব্যাংক ঋণ বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় জামায়াত মনোনীত ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল হয়। একই আসনে বিএনপির দুই প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় এবং এক স্বতন্ত্র প্রার্থীর ভোটার তথ্যের ত্রুটির কারণে মনোনয়ন বাতিল করা হয়।
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির এক প্রার্থী দলীয় মনোনয়নপত্র না দেওয়ায় এবং দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন এক শতাংশ ভোটারের স্বাক্ষর ত্রুটির কারণে বাতিল হয়েছে। এ ছাড়া দুই আসনে মোট চার প্রার্থীর মনোনয়নপত্রে তথ্য ঘাটতি থাকায় সিদ্ধান্ত স্থগিত রেখে হালনাগাদের সময় দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীরা বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। যাচাই-বাছাই প্রক্রিয়া ৪ জানুয়ারির মধ্যে জেলার ছয়টি আসনে সম্পন্ন হবে।
মনোনয়ন বাতিলের বিষয়ে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, তার ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে এবং আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।
