নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:৫৬। ১৭ অক্টোবর, ২০২৫।

যশোরে দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে কারাদণ্ড

অক্টোবর ১৬, ২০২৫ ৫:৪৮
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধ: গাঁজার মামলায় যশোরের শার্শা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শার্শা উপজেলায় শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মফিজুর রহমান ও গোড়পাড়া গ্রামের উত্তরপাড়ার আলী হোসেন ওরফে ইয়াকুব আলীর ছেলে সাগর।

আরও পড়ুনঃ  ইলিশ সম্পদ সংরক্ষণ ও টেকসই সমৃদ্ধি

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১০ নভেম্বর রাতে শার্শার গোড়পাড়া ক্যাম্পের পুলিশ একঝালা গ্রামের জনৈক শুকুর আলীর বাড়ি সামনে থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মফিজুরকে একটি বস্তাসহ আটক ও সাগর বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় দুইটি বস্তা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই এজাজুর রহমান বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই দুইজনে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  জুলাই সনদের ভিত্তিতে ও পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।মফিজুর রহমান জেলে সাজাপ্রাপ্ত সাগর পলাতক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।