
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব ওই এলাকার মহসিন হোসেনের ছেলে। বিপ্লবের মা পারুল বেগম দাবি করেন, রাত প্রায় দুইটার দিকে বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলে হঠাৎ শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়। তাঁর অভিযোগ, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসে ভুলবশত এ বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, বিপ্লব মাঠে শ্রমিকের কাজ করেন। বিস্ফোরণের পর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার বলেন, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল...
Developed by BDITHOST