
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় দাঁড়িয়ে ছিলেন পরীক্ষার্থী আজাদ রহমান। দুপুরের কড়া রোদে দেড় ঘন্টা অপেক্ষার পর তিনি একটি রিকশা পান। তড়িঘড়ি করে রিকশায় ওঠেন। যেতে চান শহরের ভদ্রায়। কিন্তু ভাড়া শুনেই আজাদের চক্ষু চড়কগাছ! রিকশাচালক ভাড়া চান ২৫০ টাকা! আজাদের প্রশ্ন, আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া এত কিভাবে? আজাদের প্রশ্ন শুনেই রিকশাচালকের সোজা উত্তর- ‘জ্যামে কয়েক ঘন্টা আটকে থাকতে হচ্ছে। জ্যামের ভাড়া কি আপনি দিবেন?’ সোমবার রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা দিতে এসে বিপত্তিতে পড়েছেন আজাদ রহমানের মতো হাজার হাজার পরীক্ষার্থী। অল্প পথের জন্য তাঁদের দিতে হয়েছে অস্বাভাবিক ভাড়া। রিকশা-অটোরিকশার চালকেরা অবশ্য যানজটকে এ জন্য দুষছেন। বলছেন, যানজটের কারণেই বাড়তি ভাড়া নিতে হচ্ছে। সোমবার সকাল থেকে রাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ দিন চার শিফটে ‘সি’...
Developed by BDITHOST