অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এমএলসির (মেজর লিগ ক্রিকেট) প্রথম আসর শুরু হবে ১৩ জুলাই। এরই মধ্যে স্থানীয় খেলোয়াড়দের ড্রাফট হয়ে গেছে। এখন চলছে বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর কার্যক্রম। এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করেছে এমএলসি। পিসিবিও ক্রিকেটার ছাড়তে রাজি আছে। তবে অনাপত্তি দেওয়ার বিনিময়ে প্রতি খেলোয়াড়ের জন্য ২৫ হাজার মার্কিন ডলার দাবি করেছে পিসিবি। পাকিস্তানের সামা টিভির অনলাইন সংস্করণের খবরে বলা হয়, এমএলসির কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিতে চায়। এ জন্য পিসিবির কাছে অনাপত্তির অনুরোধ জানিয়েছে এমএলসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমটি জেনেছে, শর্তসাপেক্ষে খেলোয়াড় ছাড়তে রাজি আছে পিসিবি। শর্ত হচ্ছে খেলোয়াড়প্রতি নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হবে। এ ক্ষেত্রে অর্থের পরিমাণ ক্রিকেটার–প্রতি ২৫ হাজার মার্কিন ডলার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পিসিবির...
Developed by BDITHOST