
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি ছোট ডুয়েল প্রপেলার উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির চালক ও বাকি ৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৪ মিনিটের দিকে অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় ঘটেছে এই ঘটনা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল মার্কিন বিমান প্রস্তুত এবং পরিষেবা সংস্থা সিএসআইয়ের বিচক্র্যাফট কিং এয়ার ৩০০ সিরিজের একটি উড়োজাহাজ। জরুরি চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এটি নাভাজো নেশনের বিমান বন্দর থেকে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর আলবুকার্ক জেলার উদ্দেশে রওনা হয়েছিল। বিমানটিতে একজন পাইলট, একজন সহ-পাইলট এবং দু’জন চিকিৎসাকর্মী ছিলেন। উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যেই সেটি বিস্ফেরিত হয়ে বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে। নাভাজো নেশনের পুলিশ কমান্ডার এমেট...
Developed by BDITHOST