নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নাচোল উপজেলা যুবদল ও নাচোল পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪.০০ নাচোল উপজেলা বিএনপি কার্যালয়ে আগামী ২৭ অক্টোবর জেলা যুবদলের আনন্দ র্যালিতে অংশগ্রহণ এবং ২৮ অক্টোবর উপজেলা পর্যায়ে পৃথক আনন্দ র্যালি আয়োজনের প্রস্তুতি নিয়েই এ সভা অনুষ্ঠিত হয়।
নাচোল উপজেলা যুবদলের সভাপতি মো আশিক মাহমুদ এর সভাপতিত্বে ও নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজিম উদ্দিনের সঞ্চালনায়, ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্যের মধ্য দিয়েই আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবো। ২৭ ও ২৮ অক্টোবরের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি মো: বাইরুল ইসলাম, নাচোল উপজেলা যুবদলের সহ সভাপতি মো: নাসিরুল ইসলাম নাচোল পৌর যুবদলের সভাপতি নুহ আলম, নাচোল পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, নাচোল পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহা: শরিফুল ইসলাম, নাচোল ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম, নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: মাসুম সাব্বির, নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহম্মেদ, নেজামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: নাসিম, ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: জাহিদুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: সাদিকুল ইসলাম, নাচোল কসবা ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ রেজা, কসবা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ নাচোল উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা।
আলোচনায় অংশ নেওয়া নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের রাজনৈতিক ইতিহাসে গৌরবের দিন। এ দিনটিকে সফলভাবে উদযাপন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হবে।”
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে যুবদলের নেতাকর্মীরা জেলা যুবদলের আনন্দ র্যালিতে অংশ নেবেন এবং ২৮ অক্টোবর নাচোল উপজেলা যুবদলের পৃথক আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে ।
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উৎসবকে সাফল্যমণ্ডিত করার মধ্য দিয়েই নাচোল উপজেলা যুবদল আবারও প্রমাণ করবে যে, তারা গণতন্ত্র বিশ্বাসী।

