নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ২:২৩। ২৪ আগস্ট, ২০২৫।

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

আগস্ট ২৩, ২০২৫ ৯:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে খানিকটা দূরে চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এতে ভক্ত-অনুরাগীদের কাছে তার জনপ্রিয়তা মোটেও কমেনি; তাই মাঝেমধ্যেই ভিন্ন ভিন্ন ফটোশুট-মেকওভারে নিজেকে উপস্থাপন করেন তিনি।

শনিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় নিজেকে মেলে ধরেছেন নায়িকা। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন।

আরও পড়ুনঃ  ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব কটি জলকপাট

মেক ওভারের এই পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন’।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তবে এর আগেই আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করেছেন, যা দীর্ঘদিন ধরে ঢালিউডে নিয়মিত নায়ক-নায়িকার জুটি হিসেবে প্রশংসিত হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।