
অনলাইন ডেস্ক : বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী এবং ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এখনও পর্যন্ত বিয়ে না করলেও, সুস্মিতার জীবনে এসেছে একাধিক সম্পর্ক। এই বিষয়ে তিনি বরাবরই খোলামেলা আলোচনা করতে ভালোবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা নিজের জীবনের সেই বিশেষ মানুষটির কথা ফাঁস করলেন, যার সমর্থন ছাড়া হয়তো তিনি বিশ্বসুন্দরী হয়ে উঠতে পারতেন না। অভিনেত্রীর প্রথম প্রেমিকের নাম ছিল রজত তারা। সুস্মিতা জানান, রজত শুধু তার প্রেমিক ছিলেন না, ছিলেন তার স্বপ্নপূরণের প্রধান সহায়ক। রজত সুস্মিতাকে মিস ইউনিভার্স হতে সাহায্য করার জন্য নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। সুস্মিতা সেন বলেন, ‘রজত সেই সময়ে চাকরি পর্যন্ত ছেড়েছিল আমার জন্য। সে অত্যন্ত দায়িত্বশীল মানুষ। তার সাপোর্ট ছাড়া আমি মুম্বাইয়ে এক মাসও কাটাতে পারতাম না।’ তার কথায়, ‘রজত নিজের স্বপ্ন ত্যাগ করেছিলেন যাতে আমি...
Developed by BDITHOST