
অনলাইন ডেস্ক : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার আগে বাদশা মিয়া নামে এক ব্যক্তির ওপর অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে একদল যুবক। পুলিশের ধারণা, ওই ঘটনার ভিডিও ধারণ করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাংবাদিক তুহিন। ঘটনাসংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছেন। তখন ৬-৭ জন যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের ওপর হামলার চেষ্টা করেন। তিনি দৌড়ে পালালে তারা ধাওয়া দেয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এ সময় সাংবাদিক তুহিন মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও করছিলেন। সেটি টের পেয়ে অস্ত্রধারীরা তাকেও ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি আশ্রয় নেন চান্দনা চৌরাস্তার ঈদগাঁ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। দুর্বৃত্তরা সেখানেই ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং দ্রুত পালিয়ে যায়।...
Developed by BDITHOST