
স্টাফ রিপোর্টার: আজ (১০ জুলাই) বৃহস্পতিবার রংপুর জেলা পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই/২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অত্র জেলার সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ফেইসবুকে সামাজিক বিশৃঙ্খলামূলক পোস্টদাতাদের সনাক্ত করে গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণসহ জিডিমূলে হারানো মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে রংপুর জেলা পুলিশের সাইবার মনিটরিং সেলের সমন্বয়কারী হিসেবে বিশেষ ভূমিকা রাখায় অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম কে বিশেষ পুরস্কারস্বরুপ শুভেচ্ছা স্মারক প্রদান করেন । এ সময় রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপারেশন) রাজিয়া সুলতানাসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Developed by BDITHOST