
সংবাদ বিজ্ঞপ্তি: সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর আর্থিক সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা শহীদ মিনারে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে রোববার ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের জনগণসহ কাকনহাট পৌরসভা ও কাকনহাট এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার নারী-পুরুষ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ র্যালিতে অংশগ্রহণ, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সিসিবিভিওর কাকনহাট শাখা কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সূরশুনিপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল সষ্টি বারে । আলোচনা সভায় বক্তব্য রাখেন সিসিবিভিওর সমন্বয়কারী মো: আরিফ, শাখা ইনচার্জ ও উর্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী, নারীনউন্নয়ন কর্মকর্তা সবিতা রানী হেমব্রম, প্রশিক্ষণ ও...
Developed by BDITHOST