রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী ৯ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তারা রাজনৈতিকভাবে সচেতন একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি, নতুন উদ্ভাবন ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিসহ নানা বিষয়ে প্রতিশ্রুতি দেন। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ) এ আয়োজন করে। বিতর্কটি ছিল চারটি ধাপে বিভক্ত- প্রথম ধাপে প্রতিটি প্রার্থী তাদের পরিকল্পনা তুলে ধরেন, দ্বিতীয় ধাপে তিনটি নির্ধারিত প্রশ্নের উত্তর দেন, তৃতীয় ধাপে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তর দেন এবং শেষ ধাপে উপসংহার বক্তব্য দেন। 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমাদের প্যানেলটি একটি...
Developed by BDITHOST