
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পর গতকাল (৪ নভেম্বর) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলেও, রাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ ২২ বছরের ফান্ডের হিসাব দিতে পারেননি। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেই হিসাবের হদিস না দেওয়ার ব্যাপারে গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে। গতকাল, রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, ২০১৩ সালের পূর্বের ২২ বছরের কোনো হিসাব নেই, যা নিয়ে প্রশাসন পুরোপুরি উদাসীন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকসুর এজিএস সালমান সাব্বির। তিনি বলেন, শপথ গ্রহণের পর গতকাল রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল রাকসুর তহবিলকে ব্যবহারযোগ্য করে তোলা। তিনি আরও বলেন, আমরা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তড়িঘড়ি আমাদের নির্বাচনী...
Developed by BDITHOST