নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:৪৬। ১২ অক্টোবর, ২০২৫।

রাকসু নির্বাচনের প্রার্থী ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

অক্টোবর ১২, ২০২৫ ৮:৫৬
Link Copied!

রাবি প্রতিনিধি : আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রার্থী ও পোলিং এজেন্টদের জন্য বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রাকসু নির্বাচন কমিশন এই প্রশিক্ষণের আয়োজন করে।

আরও পড়ুনঃ  জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই পি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: মতিউর রহমান আকন্দ

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব

প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকসু নির্বাচন কমিশনারবৃন্দ, প্রধান রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।