নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৫:২০। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা

সেপ্টেম্বর ৭, ২০২৫ ৯:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে থেকে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেল থেকে শীর্ষ তিন পদ সহ-সভাপতি (ভিপি) হিসেবে ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে সাবেক সমন্বয়ক এস এম সালমান সাব্বির প্রতিদ্বন্দিতা করবেন।

আরও পড়ুনঃ  আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর

এছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে হামিদুল্লাহ নাঈম, সহ ক্রীড়া সম্পাদক আবু সাইদ সামি, সাংস্কৃতিক সম্পাদক জায়িদ হাসান, সহ সাংস্কৃতিক সম্পাদক- রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা, সহ মহিলা বিষয়ক সম্পাদক- সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক- নাজমুস সাকিব, সহ তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ , মিডিয়া ও প্রকাশনা সম্পাদক- মুজাহিদুল ইসলাম, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক- আসাদুল্লাহ আল গালিব,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- হাচান হাওলাদার, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মুজাহিদুল ইসলাম সায়েম ,বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক- ইমরান লস্কর , সহ বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক- নয়ন মুরসালীন,পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক- আব্দুল্লাহ আল মাসুদ, সহ পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক- মাসুদা ইশরাক মুমু, কার্যনির্বাহী সদস্য- দ্বীপ, সুজন চন্দ্র, মোহাম্মাদ ইনজিয়াউল হক কামালী ও খালিদ হাসান রাকসু নির্বাচনে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মোহাইমেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।