নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:২৪। ৪ সেপ্টেম্বর, ২০২৫।

রাকসু নির্বাচনে সেনাবাহিনী আনার কোনো পরিকল্পনা নেই: উপাচার্য

সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:৫৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের দিনে সেনাবাহিনী আনার বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  বাসর ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামী কারাগারে

উপাচার্য বলেন, “এই মুহুর্তে আমি বলতে পারছি না পরিস্থিতি কেমন হবে। এমনকি নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও করে তারা ওই পর্যায় পর্যন্ত নামবে কি-না সেটা আমি বলতে পারছি না। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছে নেই নির্বাচনে সেনাবাহিনীর ইনভলভমেন্ট থাকুক।”

আরও পড়ুনঃ  বাংলাদেশের ওপর চাপ বাড়াতে চায় আরাকান আর্মি

শিক্ষক নিয়োগে অনিয়মের প্রশ্নে তিনি বলেন, “শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা নতুন পদ্ধতি চালু করেছি। এখানে ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতির ভিত্তিতে কিছুই হয় না। কোনো সুপারিশে মৌখিক পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মৌখিক পরীক্ষায় বিভাগভিত্তিক প্রাসঙ্গিক প্রশ্নই করা হচ্ছে। কেউ যদি এই নীতির বাইরে যাওয়ার চেষ্টা করে থাকেন, তারা এর ফলও ভোগ করেছেন।”

আরও পড়ুনঃ  প্রিন্সেস ডায়ানার ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ সম্মেলনে রাবি উপ-উপাচার্য (শিক্ষা), অধ্যাপক ফরিদ উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সহ প্রশাসনের কর্তা-ব্যক্তি উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।