স্টাফ রিপোর্টার : আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।
সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা প্রয়োজন। এজন্য সিসি ক্যামেরা স্থাপন, গেটগুলো সুরক্ষিত রাখা এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
২৪ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে পুলিশ কমিশনার বলেন, যেহেতু এটি শিক্ষার্থীদের নির্বাচন, তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদেরও গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা অপরিহার্য।
সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।