রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর জন্য যারা অপরাজনীতি করছে, তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। শিবিরসমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনের যে আমেজ সৃষ্টি হয়েছে, তা ধরে রাখার জন্য যথাসময়ে নির্বাচন হওয়া জরুরি। যারা নির্বাচন পেছানোর অপরাজনীতি করছে, তারা শিক্ষার্থীদের সঙ্গে বেইমানি করছে। আমরা দেখেছি অনেক প্রার্থী পরীক্ষা শেষ করে এসেও প্রচারণা চালিয়েছেন। ২৫ তারিখ নির্বাচন তো আজকে ঠিক করা হয়নি, তখন সবার সম্মতিতেই নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছিল। তারা আজ কেন নির্বাচন পেছানোর কথা বলছে?’ জাহিদ আরও বলেন,...
Developed by BDITHOST