নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৩:১২। ১৫ অক্টোবর, ২০২৫।

রাকসু নির্বাচন, ৪৩ পদে ভোট দিতে ১০ মিনিট সময় পাবেন ভোটার

অক্টোবর ১৪, ২০২৫ ১১:৫৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে একজন ভোটারকে মোট ৪৩টি ভোট দিতে হবে। ভোটাররা নির্দিষ্ট ঘরে ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদানের পাশাপাশি সঠিক রঙের ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলবেন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিটি ভোটারের জন্য বরাদ্দ থাকবে ১০ মিনিট। অর্থাৎ, প্রতিটি ভোট দিতে গড়ে প্রায় ১৪ সেকেন্ড করে সময় পাবেন একজন ভোটার।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে স্থাপন করা ১৭টি ভোটকেন্দ্রের প্রতিটিতে থাকবে ছয় রঙের ব্যালট বাক্স। ছয়টি আলাদা ব্যালটে ভোট দিতে হবে। এবারের রাকসু নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন।

নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায়। এরই মধ্যে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে বুথ স্থাপন করা হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ১০০টি সিসি ক্যামেরা।

আরও পড়ুনঃ  রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

এবারের নির্বাচনে ছাত্রদল ও শিবিরসহ মোট ১১টি প্যানেল অংশ নিচ্ছে। পাশাপাশি সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদের জন্য ৫৮ জন এবং ১৭টি হলের হল সংসদের ১৫টি পদের জন্য ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। তফসিল অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন আহত

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ. নজরুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যানবাহন চলাচলসহ সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে প্রক্টরিয়াল বডিকে। তবে নির্বাচন কমিশন নিজ উদ্যোগেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেবল কিছু বুথ সংক্রান্ত বিষয় আগামীকাল চূড়ান্ত করা হবে। একজন ভোটার ৪৩টি ভোট দেবেন, সময় লাগবে ১০ মিনিট। প্রতিটি ভোটে সময় পাবেন প্রায় ১৪ সেকেন্ড।

তিনি আরও জানান, নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্টরিয়াল বডির পাশাপাশি ১২টি বিজিবি টিম, ২৪টি র‍্যাব টিম এবং প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ও গোছানো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এছাড়া আরএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এবং বিশ্ববিদ্যালয় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী ট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

সোমবার (১৩ অক্টোবর) আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই ৩ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন এলাকার চারপাশে ২০০ গজের মধ্যে সকল ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, আতশবাজি, পটকা ফুটানো, ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তাকর্মীরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।