স্টাফ রিপোর্টার : রাকসু নির্বাচনে ৮ অনিয়মের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। সকালের দিকে ভোটগ্রহণের পরিবেশকে শান্তিপূর্ণ ও সন্তোষজনক উল্লেখ করলেও দুপুরের পর শিবির প্যানেলের নেতারা ৮টি অনিয়মের অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টায় রাবির কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা।
অভিযোগে তিনি বলেন, ভোট দেওয়ার পরপরই অমোচনীয় কালি মুছে যাচ্ছে। নির্বাচন কমিশন অনুমতি দিলেও ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্র বাণিজ্য ভবন ও স্যার জগদীশ চন্দ্র বসু ভবন ভোটকেন্দ্রের শিক্ষার্থীদের চিরকুট হাতে নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
অভিযোগে তিনি আরও বলেন, ছাত্রদল ও আধিপাত্যবিরোধী প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের ১০০ গজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালাচ্ছেন। খালেদা জিয়া ও হবিবুর রহমান হলের পাশে ছাত্রদল বুথ নির্মাণ করেছেন, যা কমিশন আইনে বৈধ নয়। এখানে কমিশন পক্ষপাত করছেন।
শিবিরের ফাহিম রেজা অভিযোগ করেন, ক্যাম্পাসে এখন বহিরাগতরা প্রবেশ করছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কড়াকড়ি শিথিল করে দিয়েছে। অন্যদিকে নীতিমালা লঙ্ঘন করে বুধবার দিবাগত রাতে ক্যাম্পাসে ভোট চেয়ে দেয়াল লিখন করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
ফাহিম রেজা বলেন, শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। জামায়াত নাকি অস্ত্রের রাজনীতি করছে। ছাত্রদলের একজন সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে বসে থেকে এসব গুজব ছড়ানোর নেতৃত্ব দিচ্ছেন। রাবি ছাত্রদলের সভাপতি নিজেও ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন। আমরা এসব বিষয়ে কমিশনে অভিযোগ করেছি। কমিশন এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি।
শিবির প্যানেলের এই প্রার্থী বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর আমাদের আস্থা আছে। আমরা নির্বাচনে থাকতে চাই এবং আছি। কিন্তু আমাদেরকে নিয়ে এমন আরচণ করা হলে তা আমরা মেনে নেব না।
অন্যদিকে শিবির প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এই নির্বাচন নিরপেক্ষ হয়েছে কিনা সেটি ফলাফলের পর বলা যাবে। আমরা নির্বাচন কমিশনকে বাধ্য করব সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করার জন্য। কোনো পক্ষপাত হলে আমরা মেনে নেব না।