নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৭:১৩। ১৮ অক্টোবর, ২০২৫।

রাকসু বিজয়ীদের রাবি এলামনাই এসোসিয়েশনের (RUAA) অভিনন্দন

অক্টোবর ১৮, ২০২৫ ৪:১৬
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা বিবৃতি প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (RUAA) সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারী প্রফেসর ড. নিজাম উদ্দীন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

যুক্ত বিবৃতিতে RUAA নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির সহ কেন্দ্রীয় ও হল সংসদে বিজয়ী সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। গণতন্ত্রের সৌন্দর্যই হলো মত-পার্থক্য ও চিন্তার বৈপরীত্য থাকা। তাই আমরা প্রত্যাশা করি রাকসুর নব নির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অভিমতকে ধারণ করে ঐক্যবদ্ধ ক্যাম্পাস বিনির্মানের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। একইসাথে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ, শিক্ষার্থী-বান্ধব ও স্বপ্নের ক্যাম্পাস বাস্তবায়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  নয় বছর পর গুম হওয়া রেজওয়ান হোসেনের ঘটনায় তদন্ত শুরু

নির্বাচিতদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতৃবৃন্দ বলেন, তাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব—ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রুয়া নেতৃবৃন্দ বলেন, বিতর্ক মুক্ত ও সার্বজনীন গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।