
স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক অবসর গ্রহণ করেছেন। গত রোববার তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রইছউল আলম মন্ডল। সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম,; পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Developed by BDITHOST