নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৫:০৩। ২২ অক্টোবর, ২০২৫।

রাকাবের নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী

ডিসেম্বর ১, ২০২২ ৫:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৩৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করেন।

প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছিলেন।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।