স্টাফ রিপোর্টার : “তারুণ্যের উৎসব-২০২৫” কর্মসূচির অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৯ অক্টোবর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) স্থানীয় মুখ্য কার্যালয়ে গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করা হয়।
১৯ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব ওয়াহিদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব মোঃ আতিকুল ইলসাম, প্রধান কার্যালয়ের সকল নির্বাহীগণ এবং স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক গ্রাহক সেবা প্রদান বিষয়ে শাখার কর্মকর্তা-কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।