অনলাইন ডেস্ক : মানবপাচার ও জাল ভিসা দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে আটক করেছে এনএসআই।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে এনএসআই ঢাকা উইং ও মতিঝিল থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটক হওয়া অভিযুক্তরা হলেন, উজ্জ্বল খাঁন ও মোছা. রোজিনা। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা (গলাকাটা ভিসা), টাকা লেনদেনের চেক ও দলিল জব্দ করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, ৭ জন ভুক্তভোগীর কাছ থেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে তুরস্ক পাঠানোর কথা হয় চক্রটির। এখন পর্যন্ত ভুক্তভোগীরা সাড়ে সাত লাখ টাকা তাদের হাতে দিয়েছে। টাকা নেওয়ার পরও তাদের আর বিদেশে পাঠায়নি চক্রটি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।