অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলনের আমির (চরমোনাইয়ের পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। বিদ্যমান পদ্ধতির নির্বাচনে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১০ অক্টোবর) ইসলামী শ্রমিক আন্দোলনে প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর। তিনি বলেন, ইসলামকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশের সুযোগ কাজে লাগাতে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি জরুরি। সমাবেশে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না। মালিক-শ্রমিক দ্বন্দ্ব থাকবে না। পিআরের দাবিতে গণমিছিল পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে শুক্রবার ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ...
Developed by BDITHOST