নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৭:৪৬। ৩ জুলাই, ২০২৫।

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা গ্রেফতার

জুলাই ২, ২০২৫ ৩:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। একইসঙ্গে অপহরণ মামলার মূলহোতা মো. বিশালকে (২৪) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার বিশাল কাশিয়াডাঙ্গা কাঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে।

আরও পড়ুনঃ  চলতি অর্থবছরে প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। আত্মীয়তার সুবাদে অভিযুক্ত যুবক তার বাড়িতে নিয়মিত যাতায়াত করত এবং বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। রাজি না হলে গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে থেকে অভিযুক্ত বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা ওই স্কুলছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে ২৬ জুন কাটাখালী থানায় মামলা হয়।

আরও পড়ুনঃ  আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল

র‌্যাব জানায়, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং মূলহোতা বিশালকে গ্রেফতার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।