
মমিনুল ইসলাম মুন,রাজশাহী : নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট ২। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত টানা আট ঘণ্টা চলে এই সাঁড়াশি অভিযান। অভিযানটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, গোমস্তাপুর ও নাচোল থানা এলাকায় এবং নওগাঁ জেলার সদর, নিয়ামতপুর ও পোরশা থানায়। রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযানে দুই জেলায় ২৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ। তাঁর সঙ্গে অংশ নেন পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ ও পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জসহ প্রায় ১২৫ জন কর্মকর্তা ফোর্স। নওগাঁয় নেতৃত্বে ছিলেন কম্যান্ডেন্ট, আরআরএফ (অতিরিক্ত ডিআইজি)। তাঁর সঙ্গে ছিলেন...
Developed by BDITHOST