
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পবা থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ও প্রাণঘাতী অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাব-৫ এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর (শনিবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন- কোরবান আলী (৪০), পিতা আ. রহিম, সাং-কয়ড়া এবং মো. মোকছেদ (৫৫), পিতা মৃত ইয়াকুব, সাং-মাড়িয়া, উভয়েই পবা থানার বাসিন্দা। অভিযানে র্যাব সদস্যরা ১০৮ বোতল (প্রায় ১০.৮ লিটার) অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করে আসছিল। রাজশাহী শহর ও আশপাশের এলাকায় এই মাদক বিক্রির কারণে ইতোমধ্যে প্রাণনাশের ঘটনাও ঘটেছে। গোপন সূত্রে তথ্য...
Developed by BDITHOST