
স্টাফ রিপোর্টার: এক যুগ পর রাজশাহীতে আজ বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তবে এ ম্যাচে নিরাপত্তার শঙ্কা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই মাঠে কোন দর্শক প্রবেশ করতে দেওয়া হবে না। এতদিন পর রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট হলেও বাইরের কোন দর্শক তা উপভোগ করতে পারবেন না। বিসিবির রাজশাহী ভেন্যুর ব্যবস্থাপক আরেফিন ইসলাম বলেন, ‘মাঠে দর্শক প্রবেশ করতে না দেওয়ার কারণ আমার জানা নেই। শুধু ম্যানেজমেন্ট আমাকে বলেছে দর্শক থাকবে না, এটুকুই জানি।’ তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়টি একটু গুরুত্বের সঙ্গেই দেখা হয়। নিরাপত্তার কারণটি ভাবা হতে পারে।’ তবে নগর পুলিশের কমিশনার আনিসুর রহমান বলেন, ‘নিরাপত্তার কোন শঙ্কা নেই। বাংলাদেশ-পাকিস্তান দল যখন রাজশাহী এসেছে, বিমানবন্দর থেকেই পুলিশ নিরাপত্তা...
Developed by BDITHOST