স্টাফ রিপোর্টার: বিমান ২৯তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনুর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ আজ (শনিবার) থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। শুক্রবার বেলা ১১টার দিকে টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে টুর্ণামেন্ট ডাইরেক্টর মো. খসরু জানান, টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ১২টি দেশের সর্বমোট ৮২ জন খেলোয়াড় এবং ২০ জন কোচ অংশগ্রহণ করবেন। অংশগ্রহনকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৫ জন বালক ও ৫ জন বালিকা, ভারত হতে ২৩ জন বালক ও ১৬ জন বালিকা, কাজাকিস্তান হতে ১ জন বালিকা, দক্ষিণ কোরিয়া হতে ৭ জন বালক ২ জন বালিকা, আমেরিকা থেকে ১ জন বালক ২ জন বালিকা, থাইল্যান্ড থেকে ৪ জন বালক নেপাল থেকে ২ জন বালক ২ জন বালিকা, নেদারল্যান্ড থেকে ১ জন...
Developed by BDITHOST