স্টাফ রিপোর্টার : রাজশাহী টেনিস কমপ্লেক্সে শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে ‘৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র (অনুর্ধ-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত এই প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেনিস ফেডারেশন এ আয়োজন করছে। প্রতিযোগিতায় ১১টি দেশের মোট ৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনীজ তাইপে, সিঙ্গাপুর এবং হংকং এর ছেলে ও মেয়ে খেলোয়াড়রা। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে ১৪ জন। শনিবার সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ উপলক্ষে শুক্রবার সকালে টেনিস কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকালে। একইদিন বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘এ...
Developed by BDITHOST